সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক উদ্যোগ। এ সময় সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। রবিবার (১২ অক্টোবর) ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শারমীন এস মুরশিদ বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিকাদানের যে ক্যাম্পেইন এত বছর পর আমরা শুরু করতে যাচ্ছি, এটা আমাদের জন্য সুখবর।’’ তিনি জানান, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। ক্যাম্পেইনের মাধ্যমে টিকা পাবে প্রায় ৫ কোটি শিশু। জন্ম সনদ না থাকলেও শিশুরা এই টিকা দিতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,...