১২ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম প্রশ্ন : আমার পুত্র সন্তানের নাম ‘আবরার আরহাম আয়ান’ এবং কন্যা সন্তানের নাম ‘কাশফিয়া জাফনুন ইরহা’ রাখতে চাই। ইসলামি দৃষ্টিকোন থেকে এটা রাখা যাবে কি? উত্তর : রাখা যাবে। কেননা এসবের মধ্যে কোনো ইসলামবিরোধী অর্থ বা মন্দ ভাব নেই। তবে, মন্দ ভাব বিশিষ্ট শব্দ নাম হিসাবে না রাখা উত্তম। যেমন, আগুন, যুদ্ধ বা সন্ত্রাসী। এমন শব্দের আরবী নামওয়ালা ব্যক্তিদের নাম পরিবর্তন করে দেওয়ার নজির নবী সা. ও সাহাবাগণের যুগে পাওয়া যায়। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। চটকদার সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে...