১২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের পশ্চিম বৌদাহার গ্রামের পার্শ্ববর্তী আমন ধানের ক্ষেতে দেড় একর জমিতে লাগানো সুগন্ধি ধান লাগানো জমির আগাছা নাশক বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষ টাকার ধানের ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। কৃষক সিরাজুল ইসলামের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে দেড় একর জমিতে আগাছা নাশক বিষ প্রয়োগ করে ধান বিনষ্ট করে পথে বসিয়েছে তাকে । এ ব্যাপারে বিরামপুর থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। সূত্রে প্রকাশ, বিরামপুর পৌর এলাকার পূর্ব জগন্নাথপুর( শহীদ মিনার পাড়া) মহল্লার সাদেক আলী মন্ডল এর পুত্র সিরাজুল ইসলাম নিজ নামীয় দেড় একর জমিতে সুগন্ধি কাটারী জাতের আমন ধান লাগানো ছিল। দেড় একর লাগানো আমন...