ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে ইবি থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটক হুসাইন তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন এবং শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নাম্বার রুমে থাকতেন। ওই ছাত্রলীগ নেতা অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে এলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, তুষার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছেন। শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছেন। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। নিয়মিত ফেসবুকে পোস্ট দিচ্ছে।...