আফগানিস্তানের উত্তরাঞ্চলে সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলার কথা জানিয়েছে তালেবান সরকার। তাদের দাবি, গত বৃহস্পতিবার পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেললে, তার প্রতিশোধ নিতেই শনিবার গভীর রাতে এই সীমান্ত অভিযান চালানো হয়। এই অভিযানে হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী তালেবানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন, তালেবান বিনা উস্কানিতে হামলা চালিয়েছে এবং তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেও গুলি করেছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে একেকটি পাথর ছুড়ে।" নকভী তাঁর এক পোস্টে বলেন, "বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনী গুলি চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।" সীমান্তে তীব্র সংঘর্ষ ও হতাহতের আশঙ্কাপাকিস্তানের অভিযোগ, কাবুলের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা...