বরাদ্দকৃত টিআর ও কাবিখা বন্টন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের মেম্বার ওমর ফারুকের ঘুষিতে আরেক মেম্বার আব্দুর রকিব রক্তাক্ত জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। তবে ঘুষি দেওয়ার পর অভিযুক্ত মেম্বার ওমর ফারুক ঘটনাস্থল ত্যাগ করেছেন। জানা গেছে, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা (ওয়ার্ড মেম্বাররা) পরিষদে বরাদ্দকৃত টিআর ও কাবিখা বন্টন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ৭নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক ও ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুর রকিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সবার সামনে আব্দুর রকিবের নাকে ঘুষি দেন ওমর ফারুক। এতে আব্দুর রকিবের নাক ফেটে রক্ত বের হতে...