আসন্ন চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। এই সময় সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং দ্বিতীয় থেকে স্মাতোকোত্তর শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি রশিদ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর ভোট সামনে রেখে রোববার বিকালে উপাচার্যের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী এ তথ্য জানান। তিনি বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর ত্রুটিগুলো শনাক্ত করে আমরা স্বচ্ছ সুন্দর নির্বাচন করব।” নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রবেশের ছোট বড় মোট ৩৩টি পথ আছে। যেগুলোর মধ্যে সাতটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশের যেসব স্থান উন্মুক্ত থাকবে, সেখানে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্রের প্রয়োজন হবে।” বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক এবং...