গাজীপুরের শ্রীপুরে গোপনে নয়ত উন্মক্ত ভাবেই চলথে অনলাইন জুয়ার আগ্রাসন। প্রতিদিন লাখ লাখ টাকা খোয়াচ্ছেন বিভিন্ন বয়সের অনলাইন জুয়াড়িরা। পথেঘাটে দোকাপাটে তাদের দেখা মিলে। অনলাইন জুয়াকে কেন্দ্র করে বাড়ছে সামাজিক অপরাধ। এমনই এক তরুণ অনলাইন জুয়ায় হেরে আবাদি জমির ঘাস নিধনের কীটনাশক (ওষুধ) সেবন করে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে তিনি কিটনাশক সেবন করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পোশায় পোশাক শ্রমিক ছিলেন। নিহত পোশাক শ্রমিকের নাম মাহমুদুল হাসান (২২)। তিনি দক্ষিণ ভাঙনাহাটি ফালু মার্কেট সংলগ্ন এলাকায় নানা বাড়িতে থাকতেন। সেখানে থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তিনি ময়মনসিংহের পাগলা থানার মশাখালী ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের রইস উদ্দীনের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান গত মঙ্গলবার গার্মেন্ট থেকে সেপ্টেম্বর মাসের বেতন তুলেন মাহমুদুল। এর পর রাতেই অনলাইন...