এনসিএল টি-টোয়েন্টিতে শিরোপা ধরে রাখলো রংপুর বিভাগ। আজ রবিবার ফাইনালে রংপুর বিভাগ ৮ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। আগে ব্যাট করা খুলনা তোলে ৮ উইকেটে ১৩৬ রান। জবাব দিতে নেমে ৩ ওভার বাকি থাকতে ম্যাচ জেতে রংপুর। নাঈম ইসলামকে 'ছক্কা নাঈম' হিসেবেই ডাকা হয় ঘরোয়া ক্রিকেটে। ২০০৯ সালে ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন নাঈম। পরে ক্যারিয়ার জুড়ে তার ছক্কা মারার সামর্থ নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার। আজ নাঈম ফাইনালে ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেললেও ছিল না কোন ছক্কা। চার মেরেছেন ৫টি। লক্ষ্যে তাড়া করতে নেমে বাঁহাতি জাহিদ জাভেদকে নিয়ে নাসির গড়েন ৬১ রানের জুটি। ২৪ বলে ২৭ রানে জীবনের শিকার হয়ে জাভেদ বিদায় নেন। চট্টগ্রামকে হারানোর ম্যাচের মতো এ ম্যাচেও নাসিরের সুযোগ ছিল হাফ সেঞ্চুরি...