কয়েক মাসের জোরালো গুঞ্জন সত্যি হল। হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের মুহূর্ত বন্দি হয়েছে এক পর্যটকের তোলা ছবিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা গেছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে পেরি ও ট্রুডো পরস্পরকে আলিঙ্গন করে চুম্বন করছেন। ছবিতে দেখা গেছে, ২৪ মিটার দীর্ঘ ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে আছেন ‘আই কিসড আ গার্ল’ গানের জন্য বিখ্যাত বিখ্যাত গায়িকা ৪০ বছর বয়সী পেরি। আর ৫৩ বছর বয়সী ট্রুডোর পরেছেন জিনস। ছবিগুলো ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে বলে লিখেছে ডেইলি মেইল। এক প্রত্যক্ষদর্শী তিমি পর্যবেক্ষক বলেন, “পেরি ও ট্রুডো পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎ করে তারা একে অপরকে...