জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত এক মাসে একাধিকবার তার বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়াকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই বিষয়টি ব্যাখ্যা করেন। পাঠকের সুবিধার্থে তার পোস্টের মূল অংশ তুলে ধরা হলো— “বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি ৩টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি, তার এক দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলেও কিছু বলিনি, কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা ঘটেছে। প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারো...