কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত বিমান হামলা বন্ধ রেখেছে আফগানিস্তান। রবিবার তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ ভারতীয় সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। তালেবান মুখপাত্র বলেন, ডুরান্ড লাইনের কাছে বেহরামপুর জেলায় পাল্টা হামলায় তারা অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং আরও ৩০ জনের বেশি আহত হয়েছে। অপরদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে তারা আফগানিস্তানের সঙ্গে জড়িত ২০০ এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে। জবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সতর্ক করে বলেন, প্রতিটা হামলারই জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, পাকিস্তান তাদের ভূখণ্ডে আইএস (আইএসআইএস) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। বৃহস্পতিবার আফগানিস্তানে মোট তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে— কাবুলে দুটি এবং দক্ষিণ-পূর্ব পাক্তিকায় একটি। কাবুল ও ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে পাকিস্তান দাবী করছে আফগানিস্তানের ভূখণ্ডে হামলার পেছনে তাদের কোনো দায়...