বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দাম এখন চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে ২২ ক্যারেট রুপার ভরি প্রায় ৫ হাজার টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি। যা ইতিহাসে সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রুপার দাম বাড়ছে। প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণের চেয়েও রুপার কদর ছিল বেশি। বর্তমানেও গহনা, ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, স্মার্টফোন ও ডেটা সেন্টারে রুপার ব্যবহার বাড়ছে। ফলে স্বর্ণের সঙ্গে এই ধাতুটির দামও দিন দিন রেকর্ড করছে। যার প্রভাব পড়ছে দেশের বাজারে। দেশে প্রতিভরি রুপার দাম এখন প্রায় ৫ হাজার টাকা। চলতি বছর ষষ্ঠবারের মতো রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে বেড়েছে ৫ বার, কমেছে মাত্র একবার। বাজুসের সবশেষ ঘোষণায় ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে...