রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী ও পোলিং এজেন্টদের জন্য নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় ভোট প্রদানের প্রক্রিয়া, ফলাফল তৈরির ধাপ, নির্বাচনী আচরণবিধি, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতি ভোটারকে রাকসু নির্বাচনে ২৩টি পদ, হল সংসদে ১৫টি পদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদ মিলিয়ে মোট ৪৩টি ভোট দিতে হবে। ভোট দিতে সময় দেওয়া হবে ১০ মিনিট, অর্থাৎ গড়ে প্রতি ভোটে প্রায় ১৪ সেকেন্ড সময় লাগবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। ভোটাররা ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করলে পোলিং অফিসারের কাছে তালিকায় স্বাক্ষর করে ভিন্ন...