গত রাত থেকে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র গোলাগুলির ধারাবাহিকতায় ২০০ জনেরও বেশি তালেবান যোদ্ধা ও সহযোগীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের আইএসপিআর বলেছে, তালেবান বাহিনী এবং ভারত-সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর রাতভর বিনা উস্কানিতে হামলার জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপে পাকিস্তানি বাহিনী ২০০ জনেরও বেশি আফগান তালেবান এবং তার সহযোগী সন্ত্রাসীকে হত্যা করেছে।বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানি বাহিনী ‘তালেবান শিবির এবং পোস্ট, সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সহায়তা নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে নির্ভুল গুলিবর্ষণ এবং হামলা চালিয়েছে, পাশাপাশি শারীরিক অভিযানও চালিয়েছে।’এতে আরও বলা হয়েছে, ‘সীমান্তজুড়ে একাধিক তালেবান অবস্থান ধ্বংস করা হয়েছে; সীমান্তের আফগান দিকে ২১টি প্রতিকূল অবস্থানও সাময়িকভাবে দখল করা হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সহায়তা করার জন্য ব্যবহৃত একাধিক সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির নিষ্ক্রিয় করে দেওয়া...