১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম উত্থান-পতনে রোমাঞ্চকর একটা দিন পার করল পাকিস্তান। শুরুর ধাক্কা কাটিয়ে লড়াই ফেরার পর একই রানে দাঁড়িয়ে তারা হারাল তিন উইকেট! তবু দিনটা পুরোপুরি হলো না দক্ষিণ আফ্রিকার। চার ব্যাটারের ফিফটিতে বড় সংগ্রহের পথেই আছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৩ রান। ৩০.৪ ওভারে অবিচ্ছিন্ন জুটিতে ১০৭ বলে দুটি করে ছক্কা ও চারে ৬২ রানে মোহাম্মাদ রিজওয়ান এবং ৮৩ বলে এক ছক্কা ও দুই চারে ৫২ রানে সালমান আগা ব্যাট করছেন। টস জিতে ব্যাটিংয়ের নামা পাকিস্তান তৃতীয় বলেই হারায় আব্দুল্লাহ শফিককে। দিনের শেষ দিকে উইকেট ভেঙে আসলেও শুরুতে পেসারদের জন্য ছিল সহায়তা। শফিককে তুলে নেওয়া কাগিসো রাবাদা বেশ...