চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।মতবিনিময় সভার উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মো. কামাল উদ্দিন সঞ্চালনা করেন। এ নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আমরা প্রথমে তপশিল ঘোষণা করেছি, তারপর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহের কাজ সম্পন্ন করেছি। সবচেয়ে বড় বিষয়, আমরা সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করেছি। এটি আমাদের মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন।’তিনি বলেন, ‘ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বক্স প্রস্তুত করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে পর্যাপ্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। গোপন কক্ষগুলো সিসিটিভি আওতায় থাকবে এবং বিদ্যুৎ চলে গেলেও ফুটেজ সংরক্ষিত থাকবে। প্রতি কেন্দ্রে দুটি করে...