আফগানিস্তান সীমান্তে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষের পর হতাহতের বিস্তারিত তথ্য জানিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় আফগান তালেবানের দুই শতাধিক যোদ্ধা ও সেনা নিহত হয়েছে। তবে পাল্টা হামলায় পাকিস্তানেরও ২৩ সেনা প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে এ সংঘর্ষ ঘটে বলে জানায় পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং। রবিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে তারা জানায়, ‘আফগান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের ২৩ সেনা শহীদ হয়েছেন, আহত ২৯ জন।’ অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছেন। তিনি আরও জানান, সংঘর্ষে তালেবানের ৯ যোদ্ধা প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও স্থল পর্যবেক্ষণে দেখা গেছে, তাদের পাল্টা অভিযানে তালেবান ও সহযোগী গোষ্ঠীর ২০০ জনের বেশি যোদ্ধা...