নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি ইসলামী বাণিজ্যিক ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তের মাঝে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বিষয়ে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছে। বিএসইসি তার চিঠিতে উল্লেখ করেছে, একীভূতকরণের সিদ্ধান্তে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার কথা বলা হলেও, তালিকাভুক্ত ব্যাংকগুলোর সাধারণ শেয়ারহোল্ডার বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। তাই বিনিয়োগকারীদের বিপুল আর্থিক ক্ষতি রোধ করতে কমিশন দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র অনুযায়ী, 'ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫' অনুসারে, একীভূত ব্যাংকে পুরনো শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না। নতুন ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও, সেখানে বিদ্যমান পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের কোনো শেয়ার থাকবে না। নতুনভাবে ইস্যু করা শেয়ার দিয়েই কেবল নতুন ব্যাংকের মূলধন গঠন করা হবে। বাজারসংশ্লিষ্টদের...