
ভারতের মধ্যপ্রদেশের আগার মাওলা জেলার সুসনার শহরের একটি দোকানে কর্মরত ৪৫ বছর বয়সী রফিক খান হঠাৎ শ্বাসকষ্ট এবং অস্বস্তিতে ভুগতে শুরু করেন। তিনি তীরুপতি ট্রেডার্স নামের ওই দোকানে কাজ করছিলেন এবং চেয়ারে বসেই কাতরাচ্ছিলেন। রফিকের ঠিক পাশের চেয়ারে দোকানের মালিক ফোনে ব্যস্ত ছিলেন। কর্মীর হঠাৎ অসুস্থতা সত্ত্বেও মালিক কর্ণপাত না করে ফোন চালানো অব্যাহত রাখেন। এ অবস্থায় রফিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, রফিক ছয় মিনিট ধরে বুক চেপে কাতরাচ্ছেন, আর তার পাশেই মালিক ফোনে ব্যস্ত। মালিক দু’একবার রফিকের দিকে তাকালেও সাহায্যের জন্য কিছু করেননি। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রফিককে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত...