‘মাতবর’ মানসিকতার আমেরিকাকে এখনো না গুনে চলা লাতিন অঞ্চলের কয়েকটি দেশের একটি ভেনেজুয়েলা। বিপ্লবী হুগো চাভেজ জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে শুরু করে সর্বত্র বুক চিতিয়ে যেমন আমেরিকার যুদ্ধনীতি ও আগ্রাসনবাদী চিন্তাধারার সমালোচনা করেছেন, তেমনি জায়নবাদের গুপ্ত-প্রকাশ্য সব লবির যাবতীয় ঝুঁকি মাথায় নিয়েই কণ্ঠ সোচ্চার রেখেছিলেন ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে।চাভেজ ফিলিস্তিনিদের মুক্তি দেখে যেতে পারেননি। ২০১৩ সালে তার প্রয়াণের পর আমেরিকা ও তার মিত্রদের নানা নিষেধাজ্ঞায় ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতির দেশটির নেতৃত্বের আসনে বসেন নিকোলাস মাদুরো। এই মাদুরোও তার পূর্বসূরি নন্দিত নেতার রাজনৈতিক আদর্শেরই মশাল জেলে রেখেছেন। আমেরিকার নিষেধাজ্ঞা, হুমকি-ধমকিকে যেমন থোড়াই কেয়ার করছেন, তেমনি জারি রেখেছেন চিরনিপীড়িত ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান। এমনকি দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনেরও কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। সবশেষ দুই বছরেও গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে কয়েকবার বক্তব্য-বিবৃতি দিয়েছেন...