ইউটিউবের শর্টস ভিডিও ফিড অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট ভিডিওর বন্যায় ভেসে যাওয়া অনেক ব্যবহারকারীই চান এগুলো পুরোপুরি বন্ধ করতে। তবে হতাশার বিষয় হলো, এখন আর ইউটিউব শর্টস বন্ধ করার কোনো অফিশিয়াল উপায় নেই। ২০২৪ সালের আগে কিছু উপায় থাকলেও সেগুলো এখন আর কাজ করে না। তবুও ইউটিউবের এই শর্ট ভিডিও থেকে কিছুটা মুক্তি পাওয়া অসম্ভব নয়, কিছু কৌশল মেনে চললে ব্যবহারকারীদের কম সংখ্যক শর্টস দেখতে হবে। প্রযুক্তি সাইট ‘হাও টু গিক’ লিখেছে, আগে ইউটিউব মোবাইল সাইটে গিয়ে ‘হাইড শর্টস ফর থার্টি ডেইজ’ অপশন বেছে নেওয়ার সুযোগ ছিল কিন্তু এখন সেই সুযোগও সম্পূর্ণ সরিয়ে দিয়েছে গুগল। ফলে শর্টস বন্ধ করা সম্ভব নয় তবে ফিডে এগুলোর সংখ্যা কমানো যায়। বর্তমানে ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যাপে শর্টস বন্ধ করার অপশন...