রাজধানীর প্রেসক্লাব এলাকায় এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘ছত্রভঙ্গ’ করে দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকদের রাস্তায় ফেলে যেভাবে পেটানো হয়েছে তা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ কথা বলেন। শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দেওয়ার দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির শহীদ মিনারে উপস্থিত হন। পরে হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা শিক্ষকদের সঙ্গে সংহতি জানান। হাসনাত বলেন, আমাদের শিক্ষকরা তৃতীয়, চতুর্থ শ্রেণির জীবনযাপন করে, কিন্তু আমরা তাদের থেকে আশা করি, তারা দেশকে প্রথম শ্রেণির নাগরিক উপহার দেবে। বিদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ...