জুলাই জাতীয় সনদের আইনিভিত্তিসহ পাঁচ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফায় দুই দিনের মানবন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান। নতুন কর্মসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর (মঙ্গলবার) মানববন্ধন হবে ঢাকাসহ সব বিভাগীয় শহরে। পরের দিন (১৫ অক্টোবর) হবে জেলা সদরে। গোলাম পরওয়ার বলেন, ৫ দফা দাবি আদায়ে এর আগে ১ থেকে ৯ অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের স্মারকলিপি দেওয়া হয়। “এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।” জামায়াতের এ নেতা বলেন, “এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের...