আকর্ষণীয় থাম্বনেইল (ভিডিওর কভার ছবি) ব্যবহার করুনপ্রথম দেখায় মানুষ যা দেখে, সেটাই তো থাম্বনেইল। তাই এমন ছবি দিন যা একঝলকেই চোখে পড়ে। রঙিন, পরিষ্কার, আর ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মিল আছে— এমন থাম্বনেইল দর্শক টানবে বেশি।ভিডিওর শুরুতেই মনোযোগ কাড়ুনদর্শক যদি শুরুতেই আগ্রহ হারায়, তাহলে তারা ভিডিও ছেড়ে দেবে। তাই প্রথম ৫-১০ সেকেন্ডে দিন চমক— মজার প্রশ্ন, তথ্য বা ছোট গল্প, যা মানুষকে পুরোটা দেখতে আগ্রহী করে তুলবে।নিয়মিত ভিডিও দিন, ভালো মান বজায় রাখুনহাতেগোনা কয়েকটি ভালো ভিডিও নয়, বরং নিয়ম করে ভালো ভিডিও দিতে পারলে তবেই আপনি দর্শকের মনে জায়গা করতে পারবেন।সপ্তাহে এক বা দুবার নির্দিষ্ট দিনে ভিডিও আপলোড করুন, যেন দর্শক অপেক্ষা করে।ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন ও ট্যাগে কাজের শব্দ ব্যবহার করুনআপনার ভিডিও মানুষ কীভাবে খুঁজে পাবে? এর উত্তর হলো— সঠিক কীওয়ার্ড...