চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, লালদিয়ার চর টার্মিনাল পরিচালনার মেয়াদ ৩০ বছর হবে, আর চট্টগ্রাম এবং পানগাঁও টার্মিনালের মেয়াদ ২৫ বছর হবে। রোববার ঢাকার পল্টনে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক সেমিনারে সচিব ইউসুফ এ তথ্য জানিয়েছেন। ‘ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস ইন দা ওশান গোয়িং শিপিং ইন্ডস্ট্রি’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “আমরা দেশের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেব না। সর্বোচ্চ পর্যায়ের দর কষাকষি চলছে। আশা করছি, ডিসেম্বরে চুক্তি হবে।” এর আগে নৌপরিবহন মন্ত্রণালয় অক্টোবরের মধ্যে চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছিল। চুক্তি বিলম্বের কারণ ব্যাখ্যা করতে সচিব বলেন, “বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...