বিনোদন ডেস্কঃবলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো আহমেদাবাদের কঙ্করিয়া লেকের একা এরিনায়। রঙিন আলো আর তারকাদের ঝলকে জমজমাট এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষ তারকারা।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরুখ খান, করণ জোহর ও মণীশ পল। মঞ্চ মাতান শাহরুখ, কৃতি স্যানন ও কাজলসহ আরও অনেক তারকা। এবারের আসরে সবচেয়ে আলোচনায় ছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, যা সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার জিতে নেয়। এর আগে ‘গালি বয়’ ছবিটি একই সংখ্যক পুরস্কার জিতে যে রেকর্ড...