দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার,(১২ অক্টোবর ২০২৫) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজে বড় দরপতন হয়েছে। এদিন যেকটি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, তার চেয়ে ৭ গুণ সংখ্যকের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক একদিনেই প্রায় ২ শতাংশের কাছাকাছি কমেছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স রোববার তিন মাস আগের অবস্থানে নেমেছে। তবে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির। বিপরীতে কমেছে ৩১১টির। আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর কমা সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৭৫টি, ‘বি’ ক্যাটাগরির ৭০টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৬৬টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮১ পয়েন্ট...