রক্ত সঞ্চালনের অভাব কেবল সাধারণ সমস্যা নয়, বরং এটি দেহের জন্য বড় সংকেত হতে পারে। রক্ত যদি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ পর্যন্ত পৌঁছায় না, তবে দেহের টিস্যুগুলো পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পাচ্ছে না, যা ধীরে ধীরে কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, জখম নিরাময় প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে এবং এমনকি হৃদয় ও মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে। গবেষণা নির্দেশ করে যে, রক্ত সঞ্চালনের প্রাথমিক সংকেত প্রায়শই পায়ে দেখা দেয়, কারণ পা হৃদয় থেকে সবচেয়ে দূরে অবস্থিত। পায়ের কিছু লক্ষণ শরীরের আভ্যন্তরীণ সমস্যার সতর্কবার্তা হতে পারে।নিচে পায়ের ৩টি গুরুত্বপূর্ণ লক্ষণ উল্লেখ করা হলো যা রক্ত সঞ্চালনের সমস্যার ইঙ্গিত দেয় এবং কীভাবে প্রতিকার করা যায় তা বলা হলো। খারাপ রক্ত সঞ্চালন শুধুমাত্র অসাড়তা নয়, এর প্রভাব অনেক দূরপ্রসারী হতে পারে। টিস্যু দীর্ঘ সময় অক্সিজেন ও পুষ্টি থেকে...