দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ শেষে মূল্যবৃদ্ধির শীর্ষে রয়েছে বিমা খাতের কোম্পানি প্রগতি ইনস্যুরেন্স। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৩ টাকা ৩০ পয়সা বা প্রায় ২১ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজারচিত্র পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহ শেষে প্রগতি ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ারের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৬০ পয়সায়। মূল্যবৃদ্ধির পাশাপাশি গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেনের দিক থেকে ষষ্ঠ অবস্থানে ছিল কোম্পানিটি। সপ্তাহের পাঁচ কার্যদিবসে গড়ে প্রতিদিনই ঢাকার বাজারে কোম্পানিটির প্রায় ১৫ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়, যা ছিল ডিএসইর মোট লেনদেনের সোয়া ২ শতাংশের বেশি। ডিএসইর তথ্য অনুযায়ী, তিন মাস ধরেই একটানা বাড়ছে কোম্পানিটির শেয়ারের দাম। এই তিন মাসে এই শেয়ারের বাজারমূল্য ২৮ টাকা ৩০ পয়সা...