সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি থাকবে কি না, এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন মতামত চাওয়ায় নতুন জটিলতা ও বিতর্কের অবতারণা করবে বলে মনে করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। কমিশনকে এই প্রস্তাব থেকে সরে আসার অনুরোধ করে দলটি বলেছে, অন্যথায় তারাসহ অনেক দলের পক্ষে সনদে স্বাক্ষর করা হয়তো ‘অসম্ভব’ হয়ে পড়বে। রোববার বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজকে চিঠি দিয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। ওই চিঠির অনুলিপি সংবাদমাধ্যমেও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, “অবাক হয়ে লক্ষ্য করলাম যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের স্বাক্ষরে কমিশন বৃহস্পতিবার দলগুলোকে যে চিঠি দিয়েছে, তাতে বলা হয়, সংবিধানের ‘অনুচ্ছেদ ৪ক’ বিলুপ্তির প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।” বাসদ বলেছে, অথচ গত ১৭ সেপ্টেম্বর ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক...