বিশ্ববাজারে সোনার দাম যেন হু হু করে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে রুপার দামও। চলতি বছর বিশ্ববাজারে এ পর্যন্ত রুপার দাম প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। খবর সিএনএনের সিএনএনের খবরে বলা হয়েছে, সর্বশেষ গত বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৫১ ডলার ছুঁয়েছে। বিশ্ববাজারে রুপার এই দাম গত চার দশকের মধ্যে সর্বোচ্চ। ১৯৮০ সালের পর এই প্রথম ৫০ ডলারের সীমা অতিক্রম করেছে মূল্যবান ধাতুটি। বিশ্ববাজারের পাশাপাশি দেশেও সোনা ও রুপার দাম বাড়ছে। সর্বশেষ মূল্যবৃদ্ধির পরে গত বৃহস্পতিবার থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৯ হাজার টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। অন্যদিকে ভালো মানের এক ভরি রুপার দাম হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা (৪ হাজার ৯৫১ টাকা), যা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। বিশ্লেষকেরা...