ফেসবুক পোস্টে ওই ব্যবসায়ী লিখেছেন, কেউ তার বিবাহিত ছেলের পরকীয়া প্রেমিকাকে অন্তত ১০ বার চড় মারবে, তাকে তিনি ৩০ হাজার বাথ (প্রায় ৮১ হাজার টাকা) পুরস্কার দেবেন। তিনি পোস্টে আরও লেখেন, ‘ল্যাং সুয়ান জেলায় যে কেউ আমার ছেলের পরকীয়া প্রেমিকাকে ১০ বার চড় মারলে আমি ৩০ হাজার বাথ পুরস্কার দেব। কাজ শেষ হলে আমার কাছে এসে টাকা নিয়ে যেও। আমি পুলিশকে জরিমানাও দিতে রাজি।’ আরনন রোডথং লিখেছেন, এই ঘোষণা তার পুত্রবধূর ন্যায়বিচারের জন্য এবং ছেলেকে অবৈধ সম্পর্ক শেষ করতে বাধ্য করার উদ্দেশ্যে দিয়েছেন। অভিযোগ উঠেছে, রোডথংয়ের ছেলে চাই তার স্ত্রী ও সন্তানকে ছেড়ে ‘অন’ নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ওই নারী দুরিয়ান কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে যোগ দিয়ে প্রথমে রোডথংয়ের এক নাতির সঙ্গে সম্পর্ক করেন এবং পরবর্তীতে চাইয়ের সঙ্গে সম্পর্কে...