চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রোববার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের কৌশল নিয়ে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নিশ্চিত করেন যে, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের পছন্দের 'শাপলা' প্রতীক দেওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক তালিকায় ওই প্রতীকটি অন্তর্ভুক্ত নেই এবং বিধি মোতাবেক তালিকাভুক্ত প্রতীক থেকেই দলগুলোকে প্রতীক বরাদ্দ দিতে হয়। সিইসি আরও বলেন যে, নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনকে এমনভাবে অংশগ্রহণমূলক করতে চায়, যাতে নারী-পুরুষ নির্বিশেষে সবাই উন্মুক্ত পরিবেশে নিজের পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ...