“৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়,” মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। রবিবার (১২ অক্টোবর) রাজধানীর আশকোনা পশ্চিম পাড়ার আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেও কখনও কোনো দল বা নেতার বিরুদ্ধে কটূ কথা বলেননি।” স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “ ১৭ বছর আমার সাজা হয়েছিল, তবুও আমি দল ছেড়ে যাইনি। আমি একজন ব্যবসায়ী, আমার বিরুদ্ধে কখনও চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ...