১২ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম নিজেদের কাজ ঠিকঠাকই করছেন বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকী থাকতে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডে শেষে মিরাজ জানান, দায়ত্বিজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে আফগানিস্তানের কাছে সিরিজ হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর পায়নি আফগানিস্তান। বাংলাদেশ বোলারদের নৈপুন্যে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানরা। ৪২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন অধিনায়ক মিরাজ। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে হেরে যায় বাংলাদেশ। ৩০ রানে শেষ ৬ উইকেট হারায় টাইগাররা। দলের পক্ষে মাত্র চারজন ব্যাটার দুই অংকে পা...