উল্লেখ্য, গত বছর ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা গেলেও পরে সেই খবরের সত্যতা পাওয়া যায়নি। দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। গত আগস্টে তারা আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে ফেরেন, যা ভক্তদের মাঝে স্বস্তি এনে দেয়।এর আগে অনন্ত আম্বানির বিয়েতেও ঐশ্বরিয়া ও আরাধ্যাকে একসঙ্গে দেখা গেলেও, অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, অগস্ত্য ও নব্যা আলাদা করে অংশ নেন, যা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সেই থেকে...