১২ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম চার বছর আগে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। টানা ৪ ঘণ্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি গাড়ি, ল্যাপটপসহ ১৬টি আলামত জব্দ করে প্রশাসন। পরদিন অভিনেত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। মাদকদ্রব্যের মামলায় আটক পরীমণিকে একাধারে তিন দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিমান্ডের দিনগুলো নিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘রিমান্ড একটা ফালতু জিনিস। রিমান্ডের জিনিসপত্র সব ভাঙাচোরা। মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় কিছু ছবি লাগানো হয়। আমি বলেছি এগুলো পরিবর্তন করতে কারণ এগুলো দেখে কেউ ভয় পাবে না।’ কারাগারে নির্যাতন করা হয়েছিল কী না- এমন প্রশ্নের জবাবে পরী বলেন, ‘আগে তো...