১২ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পিএম বিগত দুই বছর ধরে আরব নেতারা প্রকাশ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধের নিন্দা জানিয়েছেন। কিন্তু গোপনে ইরান ও তার সহযোগী মিলিশিয়াদের মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করেছে ছয় আরব দেশ- বাহরাইন, মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। দ্য ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের পর্যালোচনা করা ফাঁস হওয়া মার্কিন নথিতে এই সহযোগিতা বিশদভাবে তুলে ধরা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট শনিবার জানায়, এই সহযোগিতা করা হয়েছে ‘আঞ্চলিক নিরাপত্তা কাঠামো’ নামক একটি প্রচেষ্টার মাধ্যমে, যা সহজতর করা হয় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মাধ্যমে। ইসরায়েল এবং হামাস বুধবার একটি শান্তি কাঠামোর প্রথম ধাপে সম্মত হওয়ার পর এই তথ্যগুলো প্রকাশিত হলো। চুক্তির প্রথম ধাপে জিম্মিদের...