জয়নুল গ্যালারিতে চলছে সামিনা জামানের একক চিত্রকর্ম প্রদর্শনী NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী সামিনা জামানের একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘সময়ের চিত্রকাব্য’ শিরোনামের এই প্রদর্শনী চলবে ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।এই প্রদর্শনীর মূল প্রতিপাদ্য-শিল্পকে আত্মপ্রকাশ ও অনুভবের ভাষা হিসেবে উপস্থাপন করা। সামিনা জামানের শিল্পচর্চা জুড়ে রয়েছে অনুভূতির গভীরতা, ইতিহাসের ছাপ, লোকজ সংস্কৃতির নিরব গল্প এবং সময়ের প্রতিফলন।শিল্পী সামিনা জামান বলেন, শিল্প হচ্ছে এক ধরনের আত্মকথন-অন্তর্গত অনুভূতির প্রকাশ। প্রকৃতি, মানুষ ও সময়ের ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য আমাকে সবসময়ই আলোড়িত করে। আমি চেষ্টা করি ক্যানভাসে সেই অনুভূতিগুলোকে ধরতে, যা প্রায়শই শব্দে বলা যায় না।তার চিত্রকর্মগুলোতে সময়, স্মৃতি, কল্পনা এবং...