হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তির অপেক্ষায় থাকা ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এমন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, নেগেভ কারাগারে জড়ো হওয়া বন্দীদের হাত ও চোখ বাঁধা অবস্থায় মাথা নিচু করে হাঁটতে বাধ্য করা হচ্ছে। তাদের চারপাশে অবস্থান করছে সশস্ত্র ইসরায়েলি সৈন্য ও পুলিশ সদস্যরা। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে দখলদার বাহিনী মুক্তির আগেই বন্দীদের ওপর নির্মম আচরণ করছে। যারা বিনিময় চুক্তির অধীনে মুক্তি পাওয়ার কথা, তাদের সঙ্গে এমন অমানবিক আচরণ নিন্দনীয়। ফিলিস্তিনি বন্দী ক্লাবের প্রধান আমজাদ আল-নাজ্জার ফেসবুকে লিখেছেন, ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত ওই ভিডিও আসলে নেগেভ কারাগারের ফুটেজ, যেখানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েকজন বন্দীর মুক্তির প্রস্তুতি দেখানো হয়েছে। এদেরকে গাজায় নির্বাসনের আগে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।...