জীবনের অন্ধকার সময়টাকেই এবার শিল্পে রূপ দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার, রিমান্ড ও কারাবাস— এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েই পেরিয়ে এসেছিলেন তিনি। সেই বাস্তব জীবনের গল্পই এখন পর্দায় আসতে যাচ্ছে, পরীমনির নিজের চোখে দেখা সত্যের রূপে। ২০২১ সালে র্যাবের অভিযানে গ্রেপ্তারের পর শুরু হয় তাঁর জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়। রিমান্ড, জিজ্ঞাসাবাদ, জেলজীবন— একের পর এক ঘটনার ভেতর দিয়ে যাওয়া সেই সময় আজও তাঁর স্মৃতিতে গেঁথে আছে।সেই অভিজ্ঞতারই এক ঝলক এবার দর্শক দেখতে পাবেন সিনেমার আলো-ছায়ার পর্দায়। রিমান্ড প্রসঙ্গে তিনি বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি টাঙানো থাকে, কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম, এগুলো বদলানো উচিত।” কারাগারে নির্যাতনের প্রসঙ্গে পরী বলেন, “আমাকে কেন আটক করা হয়েছিল,...