নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পোস্টে থাকা আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেডিও পাকিস্তান জানায়, ‘পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।’ তারা আরও জানায়, এই অভিযানে বেশ কয়েকজন আফগান সেনা নিহত হয়েছেন। সংঘর্ষের পর পোস্ট খালি রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনবাহিনী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি এক বিবৃতিতে বলেন, আফগানের মাটি থেকে সন্ত্রাসী হামলার কথা প্রমাণিত সত্য। তবে তিনি জোর দিয়ে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টা দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তির মূল চাবিকাঠি। পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে কেনো আপস করা হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই...