প্যারিসের বিখ্যাত লৌহ কাঠামোর স্মৃতিস্তম্ভ আইফেল টাওয়ারকে ২০২৬ সালে ভেঙে ফেলার একটি গুজব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে ফরাসি ঐতিহ্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর উৎপত্তি হয়েছে একটি ব্যঙ্গাত্মক সংবাদ থেকে। টাওয়ারটির অপারেটিং লিজ শেষ হওয়া, কাঠামোগত দুর্বলতা এবং দর্শক কমে যাওয়ার মতো যে কারণগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনোটিই সত্য নয়। খবরহিন্দুস্তান টাইমসের। আইফেল টাওয়ার ভেঙে ফেলার এই গুজবটি মূলত গত ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ট্যাপিওকা টাইমস (Tapioca Times) নামের একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধ থেকে ছড়িয়ে পড়ে। ওয়েবসাইটটি বিদ্রূপাত্মক বা প্যারোডি কন্টেন্টের জন্য পরিচিত। ওই নিবন্ধে একটি কাল্পনিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে মজা করে বলা হয়েছিল যে টাওয়ারটি দীর্ঘদিন জনপ্রিয় থাকলেও এখন আর কেউ সেখানে...