পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী রোববার জানিয়েছে, আফগানিস্তানের তালেবান ও ভারত সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর হামলার প্রতিক্রিয়ায় দেশের প্রতিরক্ষা বাহিনী পরিচালিত পাল্টা অভিযানে ২০০-এর বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনেএ খবর দিয়েছে জিও নিউজ। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া আউটলেট ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ড থেকে পরিচালিত তালেবান ক্যাম্প, পোস্ট, সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র এবং সহায়ক নেটওয়ার্কের উপর সুনির্দিষ্ট হামলা, শারীরিক রেইড এবং স্ট্রাইক পরিচালনা করেছে।’ বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত জুড়ে একাধিক তালেবান অবস্থান ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানের সীমান্তরক্ষী অবস্থানের ২১টি স্থানও অল্প সময়ের জন্য দখল করা হয়েছিল এবং বহু সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প কার্যত অকার্যকর করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনসীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান উভয় দেশের সীমান্তে সংঘর্ষ...