মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলো থেকে এ পর্যন্ত দুই বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে। যা ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রাপ্রবাহ বেড়ে যাওয়ায় ডলারের দর দ্রুত কমছিল। দীর্ঘদিন ১২২ টাকায় স্থিতিশীল থাকা ডলার গত জুলাইয়ে ১১৯ টাকা ৫০ পয়সায় নেমে আসে। এভাবে ডলারের দর কমলে রেমিট্যান্স গ্রহীতা ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় নিলাম ডেকে গত ৭ জুলাই প্রথম ১৭ কোটি ১০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ...