আফগানিস্তানভিত্তিক তালেবান ও ভারতসমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হামলার জবাবে ‘আত্মরক্ষামূলক অভিযানে’ ২০০ জনের বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। রবিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়, আফগান ভূখণ্ডে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটি, প্রশিক্ষণকেন্দ্র ও সহায়ক নেটওয়ার্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। সীমান্তের বিভিন্ন এলাকায় অন্তত ২১টি শত্রু ঘাঁটি অস্থায়ীভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ছাড়া, পাকিস্তানে হামলার পরিকল্পনায় ব্যবহৃত একাধিক সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেওয়া হয়েছে। আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীদের পোস্ট, ক্যাম্প, সদর দফতর ও নেটওয়ার্কগুলোর ওপর চালানো এই অভিযানে অবকাঠামোগতভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। সীমান্তজুড়ে কৌশলগত ও কার্যক্রমগত স্তরে এসব হামলা পরিচালিত হয়েছে।’ সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তান সবসময় সহযোগিতামূলক কূটনীতি ও সংলাপকে প্রাধান্য দিয়ে আসছে। তবে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে...