হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়ার আগে ইসরায়েলের নেগেভ কারাগারে জড়ো হওয়া ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোশ্যাল মিডিয়ায় এ সংশ্লিষ্ট ভিডিও ছড়িয়ে পড়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়ার আগে ইসরায়েলের নেগেভ কারাগারে জড়ো হওয়া ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোশ্যাল মিডিয়ায় এ সংশ্লিষ্ট ভিডিও ছড়িয়ে পড়েছে। রোববার (১২ অক্টোবর) তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিসের প্রকাশিত এবং ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দেওয়া ফুটেজে দেখা যাচ্ছে, বন্দীদের হাত পেছনে বাঁধা; চোখও বাঁধা। মাথা নিচু করে লাইনে হাঁটতে বাধ্য করা হচ্ছে। তাদের ঘিরে রয়েছে ইসরায়েলি সৈন্য এবং পুলিশ অফিসাররা। প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, ভিডিওটিতে একটি বেদনাদায়ক দৃশ্য দেখানো হয়েছে। যাদের বিনিময় চুক্তির অধীনে মুক্তি দেওয়ার কথা রয়েছে, দখলদাররা সেইসব বন্দীদের ওপর...