হংকং চায়নায় গিয়ে অন্যরকম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির জন্য যে মাঠ পেয়েছে তারা, এর মান একেবারেই ভালো নয়। হোটেল থেকে মাঠে যাওয়ার দূরত্বও অনেক বেশি। ম্যাচের আগে হামজা-জামালদের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই এভাবেই শুরু করে দিয়েছে স্বাগতিকরা। মিডফিল্ডার সোহেল রানা অবশ্য জানালেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও টলছে না তাদের ইতিবাচক মানসিকতা। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-৩ ব্যবধানে হারের দুঃস্বপ্ন এখনও সঙ্গী হামজা-শোমিতদের। বাছাই উতরানোর আশার পালে হাওয়া দিতে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জয় বড্ড প্রয়োজন বাংলাদেশের। এ উপলক্ষে রোববার হংকংয়ের তিসিং ই স্পোর্টস গ্রাউন্ডে দল নিয়ে প্রস্তুতি সেরেছেন হাভিয়ের কাবরেরা। লম্বা ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য রিকভারিতে দিয়েছেন বাড়তি মনোযোগ। তবে মাঠের প্রস্তুতি নিতে গিয়ে...