খেলোয়াড় নিলামসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে ‘এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫’। এআইএস ক্লাবের সহযোগিতায় এ কার্নিভালের আয়োজন করেছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫’ এর উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।আরো পড়ুন:টিএইচই র্যাঙ্কিং: দেশসেরা ড্যাফোডিল, বিজ্ঞান-প্রযুক্তিতে যবিপ্রবিযবিপ্রবির উপ-রেজিস্ট্রারের বিরুদ্ধে আসবাবপত্র লোপাটের চেষ্টার অভিযোগ টিএইচই র্যাঙ্কিং: দেশসেরা ড্যাফোডিল, বিজ্ঞান-প্রযুক্তিতে যবিপ্রবি যবিপ্রবির উপ-রেজিস্ট্রারের বিরুদ্ধে আসবাবপত্র লোপাটের চেষ্টার অভিযোগ এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। হার বা জিত গুরুত্বপূর্ণ নয়, খেলায় অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং এ ধরনের...